ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

আটক সেই শিক্ষার্থীকে ছাড়ালেন জাফর ইকবাল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৯ মে ২০১৮ | আপডেট: ১৫:২৫, ১২ মে ২০১৮

সন্দেহভাজন আচরণের কারণে আটক সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ছাড়া পেয়েছেন। জনপ্রিয় কথাসাহিত্যিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের হস্তক্ষেপে ছাড়া পেলেন তিনি।  

ছাড়া পেয়ে ওই শিক্ষার্থী বলেছেন, জাফর ইকবাল স্যারের কক্ষে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছিল। তাই আমি স্যারের কাছে ক্ষমাপ্রার্থী।   

গত সোমবার দুপুরে শাবিপ্রবি ক্যাম্পাসের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের কক্ষ থেকে সন্দেহজনক আচরণের কারণে রাকিবকে আটক করে পুলিশ। পরে গতকাল মঙ্গলবার সকালে অধ্যাপক জাফর ইকবালের সুপারিশে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।  

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, খোঁজ-খবর নিয়ে আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি। পরে জাফর স্যারের সুপারিশে তাকে মঙ্গলবার সকালে ছেড়ে দেওয়া হয়েছে।

একে//এসি

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি